সারাদেশ

মাদারীপুরে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান নিয়ে প্রেস ব্রিফিং 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন প্রতিনিধি এমও সি এস ডাঃ এসএম খলিলুজ্জামান। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার কানিজ ফারহানা।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ আবদুল্লাহ হির রাফি, অঝোর স্লাইড প্রদর্শনের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ বছর মাদারীপুর জেলায় মোট ৩১০০টি কেন্দ্রে ৩৬৬,২৮৯ জন শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সফিক স্বপন, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি সাব্বির হোসাইন আজিজ, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক আয়েশা আকাশী, রাজধানী টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,