সারাদেশ

যশোরের শার্শায় জিয়ার সাইবার ফোর্সের বৃক্ষরোপণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি:
যশোর জেলার শার্শায় জিয়ার সাইবার ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটার দিকে শার্শা উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জিয়ার সাইবার ফোর্সের সদস্য সচিব জি. এম. রিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান ফাহাদ, ইকরাম মোল্লা ও মোঃ তুষার সরকার।
এসময় শার্শা উপজেলা জিয়ার সাইবার ফোর্সের আহ্বায়ক সোবান সরদার ও সদস্য সচিব সম্রাট, বেনাপোল পৌর শাখার আহ্বায়ক মোঃ সোহাগ হোসেন এবং সদস্য সচিব মোঃ রমজান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জিয়ার সাইবার ফোর্স শুধু অনলাইন সচেতনতা নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পরিচিতি ও ঐক্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,