সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে বর্ণনাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন 

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী এবং আলোচনা সভার মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র  যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দলটির নিমতলা কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন । একই সময়ে শহরের ফয়লা রোডের দলীয় কাযার্লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন তিনি । একই সময় দলটির আরেক অংশ নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও প্রায়ত সংসদ পত্নী মুর্শিদা জামান পপি দিনব্যাপী পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে । বাংলাদেশ জামাতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদান এবং আলোচনা সভা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা প্রশাসনের অনুষ্ঠানের যোগদান করেন। বাংলাদেশ জাতীয় পার্টি কালীগঞ্জ উপজেলা শাখা নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। গণআধিকার পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ও কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভার আয়োজন করা হয় বিজয় দিবস উপলক্ষে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং