সারাদেশ

কর্ণফুলীতে মাদক নিয়ে নারীসহ গ্রেপ্তার ৩, লাখ টাকা উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রবিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউপির ইছানগর নুরচ্ছফার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন – ইছানগর এলাকার নুরচ্ছফার স্ত্রী লাকী আক্তার (৩০), চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড মির্জাবাড়ী এলাকার আবুল বাশারের ছেলে মোঃ হাসান প্রঃ রাশেদ (৩৫) একই ওয়ার্ডের গান্ধীর বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে মোঃ সৈকত (২৩)।

এ-সময় তাদের কাছ থেকে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,