সারাদেশ

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল হান্নান (৫৮) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্রীপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভনাথ সৌরভ বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,