মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের ভিত্তি প্রদান, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন আমাদের পাঁচ দফা দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি। এটা সরকার প্রধানের উচিত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া। আমরা সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস কে বলতে চাই আমাদের দাবি মেনে নিতে হবে। আপনি আর তালবাহানা কইরেন’না। আমাদের দাবি দ্রুত মেনে নিন। আমরা মনে করি এ দাবি আমাদের একার নয়, এ দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আল-আমিন বি এ ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, জেলা সহসভাপতি ডাঃ আতাউর রহমান খান, জেলা যুব আন্দোলনের সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক আন্দোলন জেলার সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোঃ বশিরউদ্দিন প্রমুখ।