পিআর পদ্ধতি ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জামায়াতের মানববন্ধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পিআর পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় -ঢাকা মসহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাড়িয়ে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল্লাহ সুফি, জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সফিউল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী ও আদেশের ওপর গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবি আদায়ে এর আগে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছিলাম। আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। আমাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।