বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে মাদারীপুরে রেলী ও আলোচনা সভা।

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।
মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার শামচুল আলম সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা আজরীন তন্নী, এমও সিএস ডাক্তার খলিলুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (কালকিনি) লিমন হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী এস এম তুহিনসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোঁয়া দিবস তাত্পর্য তুলে ধরে বক্তব্য দেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল আলম।