নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দল নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় শহরের কেডি স্কুল মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ বলেন,যারা রোজা এবং পুঁজাকে এক পাল্লায় মাপে তারা প্রকৃত মুসলমান থাকতে পারে না। তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। যারা বলে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে কিন্তু এটা ঠিক নয়। জান্নাতের টিকিট একমাত্র আল্লাহর হাতে। দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন কথা যারা বলবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। সভায় নওগাঁ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব পদপ্রার্থী নেতৃবৃন্দ সহ জেলা স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।