পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ও শংকরপাশা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।
এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খানের উদ্যোগে।
এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।
এসময় মহিলা দলের নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।