কর্ণফুলীতে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

-
কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. সাব্বির হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড মাদ্রাসা পাড়ার পুলিশ কলোনীতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
সাব্বির হোসেনের নিজ বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার গ্রামে হলেও সে গার্মেন্টস কর্মী স্ত্রী মিম আক্তারকে নিয়ে ঘটনাস্থলের কলোনির ৪ নম্বর রুমে ভাড়ায় থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন পেশায় রিকশা চালক হলেও তার স্ত্রী মিম সৈন্যারটেক ডি-বাইন গার্মেন্টসে চাকরি করতেন। কিন্তু সাব্বির সবসময় রিকশা চালাত না। এ নিয়ে সংসারে ঝগড়াঝাটি হত। ঘটনার দিন সাব্বির স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা খুঁজেন। কিন্তু স্ত্রী টাকা না দেওয়ায় রাতে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন এমনটাই দাবি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।