কর্ণফুলীতে নৈশপ্রহরীকে রুমে আটকে রেখে ইউনিয়ন পরিষদে চুরি

কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে নৈশপ্রহরীকে রুমে আটকে রেখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষের তালা ভেঙে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সিসিটিভি সংরক্ষণের ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরের দল।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমেদ বলেন, রাতে দুইজন নৈশপ্রহরী নাইট ডিউটিতে ছিলেন। তারা ওই সময় ইউডিসি’র পাশে একটি রুমে ছিল। চোরের দল প্রবেশ করে প্রথমে তাদের রুমে আটকে দেন।
পরে আমার রুম থেকে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সিসিটিভি সংরক্ষণের ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
তিনি বলেন, এটি পরিকল্পিত ঘটনা হতে পারে কারণ তারা শুধু আমার রুমেই চুরির ঘটনা ঘটেয়েছে তাছাড়া তারা বড় ধরনের ক্ষতি না করলেও তারা সিসিটিভিকে টার্গেট করল।
শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চুরির ঘটনা ঘটেছে পুলিশকে জানিয়েছি।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।