সারাদেশ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন নিয়ন্ত্রণে

আলফাজ মামুন নুরী

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য তদন্ত চলছে, এবং বিস্তারিত পরে জানানো হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,