কালিয়া হরিপুর ইউনিয়নে ইব্রাহিম মোল্লার নেতৃত্বে উঠান বৈঠক ও লিফলেট বিতরণে প্রাণ ফিরে পাচ্ছে বিএনপির তৃণমূল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে তৃণমূল পর্যায়ে জোরদার হয়েছে নির্বাচনী প্রচারণা। ৯ নং কালিও হরিপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লার নেতৃত্বে ইউনিয়নের বেলুটিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের গ্রামেগঞ্জে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা বলেন,
দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি জনগণের শক্তিতে আবারও সেই অধিকার ফিরিয়ে আনবে। এজন্য প্রত্যেক নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।
আমরা জনগণের পাশে আছি, জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই করছি। আজ গ্রামে গ্রামে মানুষ জেগে উঠেছে-তারা পরিবর্তন চায়, তারা টুকু সাহেবের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপি আজ সুসংঘটিত। আমাদের কাজ হলো সেই প্রত্যাশার জায়গায় পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়-এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও পরিবর্তনের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে একসাথে এই অন্ধকারের অবসান ঘটাই।
আমরা ভয় পাই না, হুমকিতে পিছু হটি না। যত বাধাই আসুক, তৃণমূলের কর্মীরা রাজপথে থাকবে, জনগণের পাশে থাকবে। কারণ, আমাদের লড়াই ক্ষমতার জন্য নয়-এটা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।
দিনব্যাপী এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের পাশাপাশি নারী ভোটারদের অংশগ্রহণে ছোট ছোট উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উদ্যমে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় ভোটাররাও জানান, বিএনপির কর্মীরা যেভাবে ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে।
উক্ত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মৎস্যজীবী দলের নেতাকর্মী, বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।