সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুর আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা।

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্দ্যেগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, মুফতি ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে, হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাও হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ্, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ মাও. রায়হানুল হক, মাও আব্দুর রউফ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর আলেম ওলামাগণ প্রান খুলে কোন কথা বলতে পারেনি। শাপলা চত্ত্বরের আলেমদের নির্যাতনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, যিনি দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সাধারণ মানুষের কথা ভাবেন, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন, যিনি নেত্রকোনা-১ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে পারবেন, আমরা তাকেই এমপি নির্বাচিত করবো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,