চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের কাজে বাধাঁ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক কর্তৃক চুলকাটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের হেনস্তা ও সংবাদ সংগ্রহের বাধাঁ দেওয়া পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওয়াতায় আনার দাবীতে চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার সময় চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে ও কোষাধক্ষ্য অমিতকর বিলাস এর সঞ্চালায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল-মোংলা প্রতিনিধি সুজন মজুনদার, সহ-সভাপতি আকবর কবির পিন্টু, যমুরা টিভির রামপাল-মোংলা প্রতিনিধি মনোয়ার রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট রামপাল প্রতিনিধি মেহেদী হাসান, ইনকিলাব রামপাল প্রতিনিধি আমিনুল ইসলাম নান্টু, দৈনিক জন্মভূমি রামপাল প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব, হারুন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান,সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, মজনু শেখ, তরিকুল মোল্লা, আসাদুজ্জামান শেখ সোবহান, জাকারিয়া হোসেন শাওন, রিয়াদ মোড়ল, সাকিব হাসান জনি, শৈশব, মুরাদ শেখ, ইমরুল হাসান সাজ্জাদ প্রমূখ। এসময় বক্তরা বলেন পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন মহিলাকে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক সিভিল পোষাকে শালীনতাহানী করলে সেই ভিডিও সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করলে তাদেরকে ভিডিও ডিলিট করার জন্য নানারকম হুমকি ধামকিসহ তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে অপসারনের আল্টিমেটাম দেওয়া হয়। উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলেন।