কালিয়া হরিপুরে নারীদের ফ্যামিলি কার্ড কার্যক্রমে তৃণমূল নারীদের জাগরণে ইব্রাহিম মোল্লা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি”-র অন্যতম নারী উন্নয়নমূলক উদ্যোগ ‘মহিলাদের ফ্যামিলি কার্ড’ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের বারাকান্দি গ্রামে ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম মোল্লার উদ্যোগে ও সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নারী ও মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম মোল্লা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে শক্তিশালী করে তুলবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হবে।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের জীবনের মানোন্নয়ন, নারীশিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি নারী নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে। তৃণমূল পর্যায়ে এই বার্তা ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ৩১ দফার এই কর্মসূচি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন দিকনির্দেশনা। এটি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং নারী ও পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতের এক বাস্তবধর্মী উদ্যোগ।
উঠান বৈঠকে উপস্থিত নারীরা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি, ফ্যামিলি কার্ড চালু হলে আমাদের পরিবারগুলো আর্থিকভাবে অনেকটা স্বস্তি পাবে। নারী উন্নয়নে বিএনপির এই পরিকল্পনা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
বৈঠকের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।