পাবনার চাটমোহরে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার পাবনা
প্রায় ৮ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটে স্বামী-স্ত্রীর। এরপর স্বামী পুনরায় স্ত্রীকে ঘরে তোলার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখেন। এরপর দীর্ঘ প্রায় ৫ বছর মেলামেশা করে সাবেক স্ত্রীকে একাধিবার ধর্ষন করার পর আর ঘরে তুলে নেবেনা বলে জানান সাবেক স্বামী। নিরুপায় হয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করেছেন সাবেক স্ত্রী। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে,চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মহেষুপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহরিয়ার পারভেজ ওরফে আনিসুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী পূর্বটিয়ারতলা মধ্যপাড়া গ্রামের আরজান আলীর মেয়ে আরজিনা খাতুনের। এক পর্যায়ে ২০১৩ সালে তাদের ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে পরকীয়ায় জড়িয়ে পড়ে আনিসুর রহমান। সংসারে বনিবনা না হওয়ায় আরজিনা খাতুন ২০২০ সালে তালাক দেন আনিসুরকে। আনিসুর রহমান সড়ক ও জনপথ বিভাগের কর্মরত ও আরজিনা খাতুন স্কয়ারের মেরিল বিভাগে চাকুরি করেন।
অভিযোগ তালাকের পর আনিসুর রহমান আরজিনাকে ফের ঘরে তুলে নেওয়ার জন্য নানাভাবে প্রস্তাব দেন। এক পর্যায়ে দু’জনেই আবারো ঘর বাঁধবে বলে সিদ্ধান্ত নেন। দু’জনের মেলামেশা চলতে থাকে স্বামী-স্ত্রীর মতোই। সম্প্রতি আরজিনা বিয়ে করার কথা বললে আনিসুর রহমান বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত ৩/১০/২০২৫ ইং তারিখে আরজিনা আনিসুর রহমানের বাড়িতে গিয়ে উঠলে আনিস ও তার পরিবারের সদস্যরা আরজিনাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে গত ১৮ অক্টোবর আরজিনা খাতুন চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং ১৭।
এ বিষয়ে অভিযুক্ত শাহরিয়ার পারভেজ ওরফে আনিসুর রহমান জানান,তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি বলেন,‘আমি বেকার থাকার কারণে আরজিনাই আমাকে তালাক দেন। তালাকের পর দেনমোহর দাবি করেন। কিন্তু দেনমোহর নিতে আইনগতভাবে পদক্ষেপের কথা বললে আরজিনা নানাভাবে হুমকি দিতে থাকেন’। আনিসুর রহমান অভিযোগ করেন,আরজিনা তাকে ব্লাকমেইল করছেন। অভিযোগের কোন সত্যতা নেই। তদন্ত করলেই প্রমাণ মিলবে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম জানান, থানায় আরজিনা খাতুন ধর্ষন মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে।