সারাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে শ্যামনগরে মৎস্যজীবিদের সচেতনতাবৃদ্ধিতে সভা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবনজীবিকায় সমৃদ্ধি আসে” এ স্লোগানকে সামনে নিয়ে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২০ অক্টোবর) মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্যচাষিদের সচেতনতাবৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভার পূর্বে মৎস্যজীবি সহ অন্যান্যদের অংশগ্রহণে জলবায়ু সচেতনতামূলক এক র‌্যালী বুড়িগোয়ালিনী কলবাড়ী বাজার থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন চত্তরে জাল ফেলা, ছবি অংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রতিযোগিতা শেষে আলোচনাসভা ও প্রতিযোগিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।

বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  মৎস্য অধিদপ্তর ঢাকার জলবায়ু সহনশীল মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সামছুউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা খুলনার ফিল্ড কো-অর্ডিনেটর ড.রফিকুল ইসলাম, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাছুদুর রহমান মৎস্য চাষিবৃন্দ প্রমুখ।

আলোচনাসভা শেষে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন একটি জলপাই গাছের চারা, জেলা মৎস্য কর্মকর্তা একটি জামরুলের চারা ও প্রকল্প পরিচালক একটি আম গাছের চারা রোপন করেন। সমগ্র অনুষ্ঠানটি মৎস্যজীবি, মৎস্যচাষি, শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,