সারাদেশ

শিক্ষার্থীরাই গড়বে মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ :- মেয়র ডা. শাহাদাত

(ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে মেধাভিত্তিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তুলবে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “চট্টগ্রামকে গ্রীন সিটি, ক্লিন সিটি, হেলদি ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে। একজন মানুষ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে পারেন, কিন্তু যদি তার মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষা অর্থহীন।”
মেয়র জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি মাঠ উদ্বোধন করা হয়েছে এবং বাকি মাঠগুলোর কাজও দ্রুত অগ্রসর হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা নগরের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র আরও বলেন, “আমি বড় ডাক্তার হতে পারি, কিন্তু যদি একজন গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারি, তবে সেই শিক্ষা অর্থহীন। তাই আমাদের প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা।”
বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতা ও গণতন্ত্রের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতেও দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ-সবলভাবে গড়ে তুলতে স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছি। ভবিষ্যতের উন্নত চট্টগ্রাম গড়বে আজকের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এস. এম. জামাল উদ্দিন জসিম।
এসয় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব উল্লাহ, জিয়াউর রহমান জিয়া, নুরু উদ্দিন সোহেল, শেখ ইয়াসিন নওশাদ, খলিলুর রহমান বাপ্পি এবং কামরুল নাহার লিজা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,