সোনালী ব্যাংকে চট্টগ্রাম জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চট্টগ্রাম ব্যুরো:
সোনালী ব্যাংক পিএলসি বৃহত্তর চট্টগ্রাম জেলার জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
গত ২১ সেপ্টেম্বর জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এস. এম আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ৩৭ সদস্যের কমিটিতে সোনালী ব্যাংক পিএলসি জিএমও (সাউথ)–এর প্রকৌশলী মো. রাশেদুল ইসলামকে সভাপতি এবং আগ্রাবাদ করপোরেট শাখার অফিসার (ক্যাশ) মো. নুর উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সভাপতি সুভাষ চন্দ্র চাকমা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ রেজা মিন্টু (অফিসার, ক্যাশ, কাস্টম হাউস শাখা); সহসভাপতি প্রকৌশলী একরামুল হক (এসপিও), এ. এইচ. এম শাহাদুল্লাহ (এসপিও), মো. জাকারিয়া (এসপিও), মো. আব্দুর রব সোহাগ (এসপিও), মাসুদ বিন জাফর (এসপিও) ও মো. মোস্তাফিজুর রহমান (পিও)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জাফর আহমেদ (এসও, ক্যাশ), সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ (অফিসার, ক্যাশ) ও যুগ্ম সম্পাদক টিটু সূত্রধর (এসও)।
সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ইয়াছির আরাফাত (পিও), মো. খায়রুল আলম (পিও), মো. মুসা (অফিসার, ক্যাশ), গোলাম রাব্বী (এসও), সহসাংগঠনিক সম্পাদক তন্ময় সরকার (এসও), বিজয় বিহারী বাজপেয়ী (অফিসার) ও দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম (অফিসার, ক্যাশ)।
এ ছাড়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ (অফিসার), ক্রীড়া সম্পাদক আলমগীর মো. নোমান চৌধুরী (অফিসার, ক্যাশ), মহিলা বিষয়ক সম্পাদক কাওসার জোহরা (পিও), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসিফ উল হাকিম (এসও), অর্থ সম্পাদক সাইফুল আলম সিকদার (এসও), প্রচার সম্পাদক মো. খুরশিদ আলম (পিও), সাংস্কৃতিক সম্পাদক আহমেদ হোসাইন (এসও), সমাজসেবা সম্পাদক মঞ্জুর মোর্শেদ (অফিসার, ক্যাশ) ও আইন বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (এসও)।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রফিক (অফিসার, ক্যাশ), আবদুস সাত্তার (অফিসার, ক্যাশ), জয়ন্ত ভৌমিক (পিও) ও আলী হায়দার চৌধুরী (অফিসার, ক্যাশ)।