সারাদেশ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েকজন আহত।

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে আঞ্চলিক মহাসড়কের উকিলবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী খাদে পরে ফাতেমা নামের এক নারী মৃত্যু এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ (২৬ অক্টোবর) রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা ঘাটমাঝি ইউনিয়নের উকিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী ও সাবেক সরকারি কলেজের ভিপি সরোয়ার হোসেন ফকির বড়ো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা’যায়, মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে টেকেরহাট যাচ্ছিল (নরসিংদী জ ১১-০০৭৬) একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকার মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন আমরা সকাল সাড়ে ১১ টার সময় খবর পাই। উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা নিহত হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনার সাথে সাথেই ঘটনা স্থালে পুলিশ যায়। সড়ক দুর্ঘটনায় ফাতেমা নামের এক নারী মৃত্যু হয়েছে। এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,