সারাদেশ

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০) কে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আবু সাইদ কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এবং নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশের ওপর তিনি ও তার সহযোগীরা হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া, ২০২৪ সালের ২০ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক মিছিল বের করে জনমনে আতংক সৃষ্টি করতে ককটেল বোমার  বিস্ফোরণ ঘটনায়। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কালকিনি থানার ওসি একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদককে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,