সারাদেশ

ভূঞাপুরে নিম্নমানের কাজ হওয়ায় ফাটল, দুই কোটি টাকা ব্যয়ে প্রকল্প প্রশ্নের মুখে

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকার নির্মানাধীন একটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।
 আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বামনহাটা গ্রামে নির্মাণাধীন ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটির নির্মান কাজ চলমান রয়েছে। ১ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ৬৮০ টাকায় ২০২৩-২০২৪ অর্থ বছরে শুরু হয়। নির্মাণ কাজও শেষ পর্যায়ে। এরই মধ্যে কাজের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে উপর পর্যন্ত কমপক্ষে চার জায়গায় ফাটল দেখা দিয়েছে।
স্হানীয় সামসুল বলেন, ফাটলগুলো নিজে দেখেছি। এই প্রকল্পটির ব্যবহার করা শুরু হলে হাউজে দেয়ালগুলো ধ্বসে যেতে পারে। খোকন বলেন, নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হয়েছে – এটা দুঃখজনক।
বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের নিকট জানকে চাইলে, তিনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে সাফ জানিয়ে দেন। শুধু তাই নয় তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্য মূলক  আচরণ করেন।
পৌর প্রশাসক এবং  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হাসান বলেন, প্রকল্পটি আমার নিকট হস্তান্তর করবে, তখন আমি দেখে নেয়ার কথা । আগেই যখন ইনফরমেশন পেয়ে গেলাম, তখন সরেজমিনে দেখবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,