লালমনিরহাটের হাতীবান্ধায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫
আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় হাতীবান্ধায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর সহযোগিতায় লালমনিরহাটের হাতীবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। এসময় আরো উপস্থিত ছিলেন সকল সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে রন্টি পোদ্দার বলেন, সমবায় সমিতিতে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখলে উন্নতি করা সহজ হবে। সমিতির উন্নয়নের লক্ষে সবাইকে একত্রে কাজ করে যেতে হবে।





