সারাদেশ

পঞ্চগড়ের বাংলাবান্ধায় জিরো পয়েন্টে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মিত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে। নির্মাণ কাজ শেষে ৪ নভেম্বর শনিবার বিকেল ৪টায় এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা জাগপার সহ সভাপতি শামসুজ্জামান বিপ্লব, পঞ্চগড়ের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, গন অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মাহফুজার রহমান, ১৮ বিজিব অধিনায়ক মনিরুল ইসলাম, পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ জেলা ও উপজেলাপ্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১শ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সে ভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল পঞ্চগড় বাসীর। সে দাবির প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল এর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন সহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করে ছিলেন জেলা প্রশাসক মো.সাবেত আলী। নির্মাণ কাজ শেষে ফ্ল্যাগস্ট্যান্ড আজ উদ্বোধন করলেন তিনি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান, বাংলাবান্ধা জিরোপয়েন্টে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ড বিকেলে উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবেত আলী। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে। এখান থেকে আমাদের প্রাণের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। এ গৌরবময় ঐতিহাসিক মুহুর্তটি স্মরনীয় করতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,