সারাদেশ

চিলমারিতে সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ২২বছর পূর্তি উপলক্ষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ঘটিকায় চিলমারী পাম্পের মোড়ে হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র কনফারেন্স রুমে, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বর্ম্মণ এর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক জনপ্রান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রকাশক সহঃ অধ্যাপক আবু হানিফা।
আরও বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও সহঃ অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম, সিনিয়া সাংবাদিক হুমায়ুন কবির, আবু জেয়াদ বিপ্লব, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ইউসুফ আলী, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম সাদ্দাম, কবি ও সাংবাদিক  মঞ্জুরুল আহসান সরদার,  সিনিয়র সাংবাদিক ও নাট্যকর্মী সাহেব আলী।
আর উপস্থিত ছিলেন, সহঃ অধ্যাপক মনিরুল আলম লিটু,  চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম,   সাংবাদিক  এস এম রাফি, ফয়সাল হক রকি,  মিজানুর রহমান মিজান, রুবেল মিয়া, সাংবাদিক ফাহমিদুল হক বুলেট, ছাত্র প্রতিদিন শান্ত মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষ করে কেক কাটা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,