সারাদেশ

ঝিনাইদহ কালুহাটী দাখিল মাদরাসায় ক্বারি শিক্ষক ও অফিস সহায়কের বিদায়ী সংবর্ধনা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
 ঝিনাইদহের কালুহাটী দাখিল মাদরাসায় ক্বারি শিক্ষক মোঃ আব্দুল হাই এবং অফিস সহায়ক মোঃ আয়ুব হোসেনকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণে এক আবেগঘন অনুষ্ঠানের সৃষ্টি হয়। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন:
প্রধান অতিথি: ৬নং গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইজ্জত আলী মাস্টার।
বিশেষ অতিথি: কালুহাটী দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন এবং ৬নং গান্না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম সোরোয়ার।
সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা মোঃ উবাইদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনায় করেন মাদরাসার শিক্ষক সাজ্জাদুল হক (রকি) ও আবু মূসা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদায়ী শিক্ষক ও কর্মচারীর প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ আব্দুল হাই এবং মোঃ আয়ুব হোসেনের কর্মজীবনে নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
সংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মাদরাসার দীর্ঘদিনের সেবকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে এই আয়োজনটি একটি সফল ও তাৎপর্যপূর্ণ বিদায়ী মিলনমেলায় পরিণত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,