সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০।

কাউসার আহমেদ টিপু।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিক্রয় নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদ তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে জায়গা বিক্রি করেন। টাকা পরিশোধ নিয়ে বিরোধ দেখা দিলে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হলেও কোনো সমাধান হয়নি।
এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,