শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিটজোন নামক সংগঠনের আত্মপ্রকাশ: সভাপতি সাজ্জাদ, সম্পাদক মাসুদ 

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্যে ‘ফিটজোন (FZIU)’ নামের নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টাবৃন্দ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম শরফরাজ নওয়াজ, একই বিভাগের প্রভাষক মো. মাসউদ রানা এবং শরীরচর্চা বিভাগের উপ-পরিচালক ড. মো. আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রতিষ্ঠা ও কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

 

সংগঠনটির কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

 

কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি ফারহানা নাসরিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ তিথি খাতুন এবং প্রচার সম্পাদক সাব্বির হোসেন সরোয়ার। এই কার্যকরী পরিষদ আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

 

সভাপতি সাজ্জাদ হোসাইন বলেন, “আমি লক্ষ্য করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা সকালের দিকে জগিং বা রানিং করে ফিট থাকার চেষ্টা করেন। কিন্তু শুধুমাত্র জগিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ ফিটনেস অর্জন সম্ভব নয়। এ কারণেই একটি পরিকল্পনা থেকে ‘ফিটজোন’ ক্লাবের ধারণা আসে। ক্লাবটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, স্ট্রেচিং, ইয়োগা এবং অন্যান্য ফিটনেস কার্যক্রম পরিচালনা করবে। আমরা আশা করি, সকলে সহযোগিতা করলে একটি সুস্থ, শক্তিশালী ও সক্রিয় বিশ্ববিদ্যালয় সম্প্রদায় গঠন সম্ভব হবে।”

 

সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং সবাইকে একটি সক্রিয় ও রোগমুক্ত জীবনযাপনে উৎসাহিত করা। আমরা বিশ্বাস করি—‘সুস্থ দেহেই সুস্থ মন’। ফিটজোন ক্লাব হবে সেই প্ল্যাটফর্ম, যেখানে স্বাস্থ্যই হবে সবার সর্বোচ্চ অগ্রাধিকার।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর