পঞ্চগড়ে যুব ও শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায়
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুব ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত যুব ও শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলমত নির্বিশেষে, সকল ধর্মের সহাবস্থান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি ও দারিদ্র্যমুক্ত একটি নিরপেক্ষ কমিশন গঠনের লক্ষ্যে যুব ও শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম প্রধান ও জামায়াতে ইসলামীর নীলফামারী সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ।
মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, বোদা উপজেলার কর্ম পরিষদ সদস্য ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সফিউর রহমান (সফিউল্লাহ সুফি), পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল আলম, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া,
বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহিদুর রহমান, ছাত্র শিবিরের জেলা সভাপতি রাসেদ ইসলাম ও সাধারন সম্পাদক মহিবুল্লাহ।
যুব ও শ্রমিক প্রতিনিধি সম্মেলনে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।


