ঝিনাইদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের আরাপপুর নিউ একাডেমি গ্রাউন্ড এ শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এসো নবীন, মাতি ক্রিকেট উন্মাদনায় এই স্লোগান কে সামনে রেখে আরাপপুর যুব সমাজের উদ্যোগে ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলনের সার্বিক তত্ত্ববধানে ৯ নভেম্বর ২০২৫ রবিবার দুপুরে এই ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল,পৌর সেচ্ছাসেবক দল নেতা রাজীব সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস বলেন ক্রিড়া একটি সমাজ গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পারস্পরিক আন্তরিক সম্পর্ক বজায় রেখে সামাজিক, রাজনৈতিক সচেতনতা তৈরির মাধ্যমে একটি সমাজের সকল শ্রেনী পেশার মানুষের নৈতিক চরিত্র গঠনে ক্রিড়া আমাদের সহায়তা করে এছাড়াও মাদক,জুয়া সহ সমস্ত খারাপ দিক থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখে, এসময় তিনি আরও বলেন জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন এর সার্বিক তত্ত্বাবধানে আরাপপুর যুব সমাজের উদ্যোগে এমন আয়োজন কে আমি সাধুবাদ জানায় এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ এবার সর্বমোট ১২ টি দল অংশ গ্রহণ করছে গ্রুপ ম্যাচ শেষে দ্বিতীয় রাউন্ডে গিয়ে নক আউট পদ্ধতি তে খেলা পরিচালিত হবে। টুর্নামেন্টের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ গুলো ফ্লাডলাইট এর মাধ্যমে রাতে অনুষ্ঠিত হবে এমন আয়োজন কে আরাপপুর সহ ঝিনাইদহের তরুণ যুব সমাজ সাদুবাদ জানিয়েছেন
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক ঝিনাইদহের সাবেক ছাত্র নেতা জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন এর সাথে কথা বলে টুর্নামেন্ট এর সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ২০০৩ সালে আমরা ঝিনাইদহ নিউ একাডেমি গ্রাউন্ড এ শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম শুরু করি আর তখন থেকেই এই শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর যাত্রা শুরু। এলাকার তরুণ, যুব সমাজ জেনো মাদক সহ না না অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়াই সে কারণেই এই আয়োজন বলে তিনি জানান এছাড়াও তিনি বলেন বিগত ফ্যাসিট সরকারের শাসনামলে ঝিনাইদহ নিউ একাডেমি গ্রাউন্ড টিতে খেলাধুলা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। মাঠটি মাদক সেবনকারী ও মাদকবিক্রেতাদের দখলে যাওয়ায় সেখানে খেলাধুলার পরিবর্তে মাদকের হাট বাজারে পরিনত হয়েছিল আমি চেষ্টা করে যাচ্ছি এলাকার তরুণ যুব সমাজ কে সাথে নিয়ে যাতে আর এই মাঠটি মাদকের হাটবাজারে পরিনত না হয়।

