সারাদেশ

কালীগঞ্জে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । রবিবার(০৯ নভেম্বর)  বিকেল ৩টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানার পিপড়াশৈর এলাকায় অভিযান চালিয়ে শীতল গোমেজ (৪৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত  শীতল গোমেজ (৪৬) উপজেলাধীন  পিপড়াশৈর এলাকার  মৃত সুনীল গোমেজের ছেলে ।

এ অভিযানে শীতল গোমেজের বসতবাড়ির পূর্ব পাশের ঘর থেকে ২০ (বিশ) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নং-১১, তারিখ ০৯ নভেম্বর ২০২৫, ধারা ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ, এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ আয়ুবুল ইসলাম।

অভিযান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, “মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,