রাজবাড়ীর পদ্মায় ধরা পড়লো ১৯ কেজির বিশাল কাতল!
বোরহান উদ্দিন :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। মাছটি কেজি প্রতি ২ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণেশনা ইউনিয়নের চর মজলিসপুর এলাকায় জেলে কৃষ্ণ হালদার ও তার সঙ্গীরা জাল ফেলার পর মাছটি ধরা পড়ে।
পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য চকু মোল্লার মাছ আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেন।
এরপর তিনি মাছটি ২ হাজার ৯০০ টাকা কেজি দরে কুষ্টিয়ার কুমারখালী এলাকার এক ব্যবসায়ীর কাছে ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় মাছটি পাঠানো হয়।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন,
পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই একটু বেশি দাম দিয়েই কিনেছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বড় আকারের বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।




