রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ সম্পাদক
মাজহারুল ইসলাম বাদল,নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় গত এক বছর আগে নবীনগর রিপোর্টাস ক্লাবের পথ চলা,সংগঠনটি সর্বপ্রথম নবীনগরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের নিয়ে একটি আহব্বায়ক কমিটি গঠন করেন,পরে আহব্বায়ক কমিটির সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে,পুর্নাংগ কমিটি গঠন হয়,কমিটিতে ভোটের মাধ্যমে, সভাপতি নির্বাচিত হন,শাহিন রেজে টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন, শরিফুল ইসলাম শরিফ।হাটি হাটি পা পা করে সংগঠনের আজ এক বছর পুর্ন হল।
ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় গত এক বছর আগে নবীনগর রিপোর্টাস ক্লাবের পথ চলা,সংগঠনটি সর্বপ্রথম নবীনগরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের নিয়ে একটি আহব্বায়ক কমিটি গঠন করেন,পরে আহব্বায়ক কমিটির সদস্যদের নির্বাচনের মধ্য দিয়ে,পুর্নাংগ কমিটি গঠন হয়,কমিটিতে ভোটের মাধ্যমে, সভাপতি নির্বাচিত হন,শাহিন রেজে টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন, শরিফুল ইসলাম শরিফ।হাটি হাটি পা পা করে সংগঠনের আজ এক বছর পুর্ন হল।
সংগঠনের এক বছর পুর্তি উপলক্ষে, সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম, সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে উনার ফেসবুকে বার্তা দিয়েছেন,উনার ফেসবুকে শুভেচ্ছা বানিতে যা লিখেছেন, এখানে সংযোগ করা হল।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে, সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,
দীর্ঘ এক বছরের এই পথচলায় আপনাদের সহযোগিতা, সমর্থন ও নিষ্ঠা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ছিল। এই বিশেষ দিনে সকল সদনস্যের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা—আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ঐক্য ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। স্পেশাল ধন্যবাদ জানাতে চাই নবীনগর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি শাহীন রেজা টিটু ভাইকে, যিনি সংগঠনের সকল সদস্যকে পরিবারের মতো আগলে রেখেছেন। আমি আমার সর্বাত্নক প্রচেষ্টা দিয়ে সভাপতি মহোদয় কে সহযোগিতা করার চেষ্টা করেছি।
ভবিষ্যতের পথে আমরা নতুন উদ্দীপনা ও উৎসাহ নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই।
আগামী দিনগুলোতে আমরা সবাই একসাথে কাজ করে রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী, সক্রিয় ও সমৃদ্ধ করে তুলবো—এটাই আমাদের প্রত্যাশা।
চলুন, আমরা সবাই মিলে আগামী বছরটিকে আরও স্মরণীয়, সাফল্যমণ্ডিত ও অর্জনে ভরপুর করে তুলি।
আমাদের এক বছরের এই যাত্রাপথে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।
রিপোর্টার্স ক্লাবের সফলতা সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।যদি কোন ব্যর্থতা থাকে সেইটা সম্পূর্ণই আমার।

