সারাদেশ

জয়পুরহাটে হোন্ডা সাইন ১০০ সিসি নতুন মডেল মোটরসাইকেলের মহরত অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো হোন্ডা সাইন ১০০ সিসি নতুন মডেল মোটরসাইকেলের মহরত। শহরের প্রধান সড়কের সিও কলোনী এলাকায় এ ওয়ান ইমপেক্স শোরুমে আয়োজিত এ মহরতে নতুন মডেলের ডিজাইন, মাইলেজ, আধুনিক ফিচার এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট এ ওয়ান ইমপেক্স এর স্বত্বাধিকারী শ্রীঃ শ্যামল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট বাবু সুশান্ত কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুস ছালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, মোটরসাইকেলপ্রেমী এবং হোন্ডার ডিলার প্রতিনিধিরা। তারা জানান, নতুন সাইন ১০০ মডেলটিতে উন্নত ইঞ্জিন পারফরম্যান্স, কম জ্বালানি খরচ এবং দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করার জন্য বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
মহরত উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়, টেস্ট-রাইডের সুযোগ এবং বিভিন্ন উপহার কার্যক্রমও রাখা হয়। স্থানীয় ক্রেতারা নতুন মডেলটির তিনটি রংয়ের মোটরসাইকেল ভালোভাবে দেখে সন্তোষ প্রকাশ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,