সারাদেশ

মাদারীপুরে সড়ক অবরোধে ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার মধ্য দিয়ে যাওয়া ঢাকা–বরিশাল মহাসড়কে গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ রেখেছিল দুর্বৃত্তরা। আজ ১৬ নবেম্বর ভোরে উপজেলার গোপালপুর ও মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগ ফেসবুকে শাটডাউন ঘোষণা করে। সেই শাটডাউনের কর্মসুচির অংশ হিসেবে মহাসড়কের যান চলাচল বন্ধ করে জনমনে আতংক সৃষ্টি করার লক্ষে তারা সড়ক অবরোধ করে। প্রতাক্ষদশীরা জানান, রোববার ভোরের দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হয়ে মহাসড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। যার ফলে এই সড়কে সব ধরনের যানবাহন ঘন্টা তিনেক বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পথচারী, যাত্রী ও যানবাহনে থাকা শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েন। হঠাৎ সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবা-যানও। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের গাছ অপসারণ করে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে গাছ ও গাছের গুঁড়ি সরানোর হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ও সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যায়, প্রশাসনের নাকের ডগায় কিভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এধরণের বড়ো ঘটনা ঘটিয়ে গেল। পুলিশ টহল কোথায় ছিল?। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অনেকে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,