শার্শায় বিএনপি’র মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠকে উন্নয়নের অঙ্গীকার
জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা নিজামপুরে অভূতপূর্ব উঠান বৈঠক-বিএনপি প্রার্থীর উন্নয়ন অঙ্গীকারে উচ্ছ্বাসিত জনসাধারণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়নের কেরালখালী–পারিয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ নং নিজামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক অভূতপূর্ব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় বিশাল জনসভায়। চারদিক থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল উপচে পড়ে মাঠজুড়ে। অনুষ্ঠানে
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। বৈঠকের সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম আতা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। সভায় বক্তব্য রাখেন শার্শা থানা ছাত্রদল নেতা রনি আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন কবীর, শার্শা থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, নিজামপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আলী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল আক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুজ্জামান লালটু, ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও সভাপতি নাজিমুদ্দিনসহ আরও বহু নেতা। বক্তারা বলেন, মফিকুল হাসান তৃপ্তি এমপি হলে শার্শা উপজেলা কে আরও ব্যপক ভাবে উন্নয়ন হবে।





