সারাদেশ

রাবিপ্রবি উপাচার্যের সাথে রাবিপ্রবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২.৩০ ঘটিকায় উপাচার্যের অফিস কক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিক সমিতির কার্যক্রম নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন তারা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান সাংবাদিক সমিতির সদস্যদের নানান দিক-নির্দেশনামূলক কথা বলেন।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে উপস্থিত ছিলেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ফাইরুজ মেহেদী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা,প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা, নির্বাহী সদস্য রুথিনা বেসরা ও মিজানুর রহমান।

প্রসঙ্গত,১৭ নভেম্বর (সোমবার) রাবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ সদস্য বিশিষ্ট ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,