নেশার টাকা না পেয়ে মা-বউকে মারধর করে নিজের বাড়িতে আগুন
আবুহাসান (আকাশ), হাতীবান্ধা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় নেশার টাকা না পেয়ে মা ও স্ত্রীকে মারধর ও নিজের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে রমজান আলী মতীর বিরুদ্ধে।
গতকাল ১৮ নভেম্বর, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত ওই রমজান আলী মতী এলাকার আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মতি এলাকার কিছু খারাপ ছেলেদের সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থায় মতি তার পরিবারের কাছ থেকে নেশার টাকা চাইতে গেলে তার পরিবার তা দিতে অস্বীকার করে। একপর্যায়ে কথা-কাটাকাটি ও মা-বউকে মারধর করেন ওই মতি। পরে মার খেয়ে মা-বউ বাসার বাইরে গেলে তখন নিজ বসতবাড়িতে আগুন লাগিয়ে দেন সেই নেশাগ্রস্ত মতি। আগুন লাগিয়ে এলাকা থেকে পালিয়ে যান তিনি।
পরে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে কল করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসার রান্নার জন্য প্রস্তুত করা খড়ি ছাড়া তেমন কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আমিনুর রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তের বাবা আমিনুর রহমান জানান, “সে আমার কাছ থেকে নেশার জন্য টাকা চেয়েছিল। তা না দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। তাছাড়াও তার মা ও বউকে মারধরও করেছে। এ বিষয়ে আমি আইনের সুদৃষ্টি কামনা করছি।”
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





