সারাদেশ

দীর্ঘ দেড় যুগ পর বাগেরহাটে রেড ক্রিসেন্ট সোসাটির নির্বাচন অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ দেড় যুগ পর রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের  ত্রি-বার্ষিক
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভোটারদের তঃস্ফুর্ত উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে ভাইচ চেয়ারম্যান পদে মোস্তাহিদুল আলম রবি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাহাবুবুর রহমান টুটুল
নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ নির্বাচন সম্পন্ন হয়।
মোট ২৭১২ জন ভোটারের মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ মুস্তাহিদুল আলম রবি পেয়েছে ৪৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এসকেন্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান টুটুল পেয়েছেন ৩৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মাহাবুব মোর্শেদ লালন ৫১০ ভোট,
ফারুকুজ্জামান বাপ্পী ৪৩২ ভোট, রেহানা পারভীন (লাকী) ৩১৭ ভোট, মোঃ আল আমিন সরদার ৩১১ ভোট, নার্গিস আক্তার ইভা ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন।
পদাধিকার বলে জেলা প্রশাসক এই কমিটির চেয়ারম্যান।
রাত সাড়ে আট টায়
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাউফুদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,