সারাদেশ

রাজবাড়ী-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

বোরহান উদ্দিন, (কালুখালী),রাজবাড়ী :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোডাউন। শোডাউনে তিন উপজেলার শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শুরু থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা আরও বর্ণিল হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও হাতপাখা প্রতীকের সজ্জায় পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে যায়।
শোভাযাত্রাটি রতনদিয়া থেকে যাত্রা শুরু করে পাংশা ও বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা অতিক্রম করে। পথজুড়ে সাধারণ মানুষ শোভাযাত্রা দেখার জন্য ভিড় করেন। পরে দীর্ঘ প্রদক্ষিণ শেষে শোডাউনটি কালুখালী উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোডাউনে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, জেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আবু ইউসুফ, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা ফরিদ ইবনে জামাল, কালুখালী উপজেলা সেক্রেটারি মাওলানা ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও বালিয়াকান্দির কৃতি সন্তান আ. রহিম আল মাহমুদ সুমন, ইসলামি যুব আন্দোলন জেলা সভাপতি রফিকুল ইসলাম মিলন, সাবেক ছাত্রনেতা আ. রহমান সোহান, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আ. আলিম, বালিয়াকান্দি উপজেলা সভাপতি মাওলানা রইস উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনসহ তিন উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শোডাউনে অংশ নেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,