সারাদেশ

নবীনগরে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত।

মাজহারুল ইসলাম বাদল,নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পুর্নবিবেচনার দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে পৌর এলাকার আলিয়াবাদ গোল চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে নেতাদের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এতে জেলা বিএনপির সদস্য হযরত আলী,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয় সহ বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমএ মান্নানকে উদ্দেশ্য করে বলেন, তিনি কালো জাদুর মাধ্যমে উপজেলা বিএনপিতে একটি পকেট কমিটি করে নিজের আত্মীয়স্বজনদের নিয়ে রাজনীতি করছেন। গত ১৫ বছরে তিনি কোন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন না।
বক্তারা আরও বলেন ২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরে বিএনপি থেকে নির্বাচন করেছেন। মাঠে তাঁর জনপ্রিয়তা ও দলীয় ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করে মনোনয়ন পুর্নবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি জানাই।
সবশেষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,