সারাদেশ

চিলমারী টু রৌমারী ব্রহ্মপুত্র নদের উপর সেতুর দাবিতে ৩য় গণস্বাক্ষর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে, কুড়িগ্রাম জেলা শহরের সাথে সংযুক্ত করতে, রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবিতে ৩য় জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে নভেম্বর) রৌমারী ফলুয়ারচর নৌ-ঘাট এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি ছিল। আয়োজনে ছিলেন “ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ”। জনমত ও গণস্বাক্ষর কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাব। এই সেতু চালু হলে  ৪ বিভাগের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ঢাকার সাথেও দূরত্ব অনেক কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মান অনেকটা পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রৌমারী থেকে চিলমারী নৌ-পথে আসতে অনেক সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারে অনেক ঝুঁকিও থাকে। এ রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে অনেক ভূমিকা রাখবে এবং সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে। তাই চিলমারী-রৌমারী সেতু বাস্তবায়নের জন্য জোড় দাবি করেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য প্রভাষক ফরিদ উদ্দিন, মাহমুদুল হাসান মাসুম, এসএম মোমেন, নুর আলম খান হিরো, মোস্তফা কামাল, লিমন বাদশা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, ও নাজমুল আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,