অধিকার আদায়ের প্রত্যয়ে জয়পুরহাটে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এ স্লোগানকে ধারণ করে জয়পুরহাট সদর থানা মডেল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে আলোচনা সভা ও মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে শহরের প্রফেসর পাড়াস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে জয়পুরহাট সদর থানা ও জেলা ফারিয়া এ সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় স্থায়ী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় ফারিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ (জুয়েল)। তিনি সংগঠনের বিভিন্ন অধিকারমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জয়পুরহাট সদর ফারিয়ার সভাপতি জনাব মোঃ বুলবুল মিয়া মানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন সদর থানা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নোমায়ের হোসাইন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর থানা মডেল ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, ফারিয়া সদস্যদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং সামাজিক ভূমিকা আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ, প্রশিক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।
আলোচনা সভা ও মাসিক মিটিং শেষে ফারিয়া সংগঠনকে সারাদেশে সুসংগঠিত করাসহ ফারিয়া সদস্যদের পেশাগত অধিকার নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ তোফায়েল আহমেদ জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দরা।





