সারাদেশ

শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৮৬০ কেজি শামুক জব্দ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগের কর্মকর্তাবৃন্দ মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে।

বুধবার(২৬ নভেম্বর) রাত ৯টার দিকে হাজির মোড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শামুকগুলি উদ্ধার করা হয়।

জব্দকৃত শামুকগুলি বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি নির্মল কুমার মন্ডল সহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সহকারী বনসংরক্ষক ফজলুল হক বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এধরনের অভিযান নিয়মিত চলবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,