ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মমিন এর বিরুদ্ধে বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধানুয়া গ্রামে রাস্তার পাশে গাছ কাটার কারনে গাছ পড়ে বৈদ্যুতিক তারের লাইন ছিঁড়ে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করে স্থানীয় এলাকাবাসী। পল্লী বিদ্যুৎ অফিস বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয় লাইনম্যান মমিন হোসেনকে। ঘটনাস্থলে গিয়ে লাইনটি সংযোগ দেওয়ার জন্য ধানুয়া গ্রামের বাসিন্দা ও ধানুয়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন খাঁনের কাছে ১০ হাজার টাকা দাবী করেন লাইনম্যান মমিন। টাকা দিতে ব্যার্থ হলে লাইনটি সংযোগ না দিয়েই চলে আসেন তিনি। পরবর্তীতে ইয়াসিন খাঁন জেনারেল ম্যানেজার বরাবর যোগাযোগ করলে পরের দিন সকালে একই ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে ৭ হাজার টাকার বিনিময়ে লাইনটি সংযোগ দেন। এবং ইয়াসিন খাঁন আরো অভিযোগ করেন এর কিছুদিন পূর্বে ধানুয়াবাজারে তার তিনটি দোকানের একটি দোকানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করার পর মমিন নামে একই ব্যক্তি ঘটনাস্থলে আসেন এবং তার কাছ থেকে ৪ হাজার টাকা নেন। একই গ্রামের বাসিন্দা ফারুক হোসেন ও মোহাম্মদ আলী রমজান জানান আমরা যেকোনো সমস্যায় পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বিভিন্ন সময় লাইনম্যান মোমিনকে বাড়তি টাকা দিয়ে কাজ করাতে হয়। এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ইয়াসিন খাঁন চাঁদপুর জেলা পল্লী বিদ্যুৎ অফিসে জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
লাইনম্যান মমিন হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান বলেন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
