কালুখালীতে পাতুরিয়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী):
রাজবাড়ীর কালুখালীতে পাতুরিয়া যুব সংঘের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় জোকা ফুটবল একাদশ, মাগুরা-কে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোয়ালন্দের সূর্য সেনা ফুটবল একাদশ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ.আর. মাহমুদুল হক রোজেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম আইনুল হাবিব, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজমির হোসেন খান, কালুখালী উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আনিস মোল্লা, উপজেলা মহিলাদলনেত্রী মেরিনা প্রিন্স এছাড়াও জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মিজানুর রহমান খান, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন মোল্লা, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আক্কাছ আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক বিশ্বাস, ক্রীড়া সম্পাদক এরশাদ শেখ, মোঃ জাকির মোল্লা, মোঃ জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন ও আঃ মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলায় রাজবাড়ী ও মাগুরা জেলা থেকে হাজারো দর্শনার্থীরা খেলা দেখতে আসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন সূর্য সেনা ফুটবল একাদশ কে ১০০ সিসি হিরো মোটরসাইকেল ও রানার্সআপ দল জোকা ফুটবল একাদশের হাতে একটি ভিশন ফ্রিজ প্রদান করা হয়।





