সারাদেশ

হাতীবান্ধায় মাটি খননের সময় মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লাঞ্চার উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় মাটি খনন করার সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি রকেট লাঞ্চার উদ্ধার হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্য ও সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ এসে রকেট লাঞ্চারটি উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে যায়।
আজ ২৮ নভেম্বর, ২০২৫ (শুক্রবার) সকালে জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জুম্মার পার এলাকা থেকে উক্ত রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় মাটি খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় লাঞ্চারটি দেখতে পান এক্সকাভেটর ড্রাইভার। পরে আতঙ্কিত হয়ে এলাকাবাসী দ্রুত স্থানীয় থানায় খবর দেয়।
​পরে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে এসে রকেট লাঞ্চারটি উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে।
যুদ্ধকালীন সময় ব্যবহৃত রকেট লাঞ্চার উদ্ধারের এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে একদিকে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি অন্যদিকে সাময়িক উদ্বেগও ছড়িয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহামুদুন-নবী বলেন, ​”আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জুম্মার পার এলাকা থেকে একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছি। আমরা এটি থানায় নিয়ে এসেছি এবং পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,