বিএনপি মনোনীত প্রার্থীর ৩১ দফা লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা
নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র পক্ষে দলীয় ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের সময় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন বাজার এলাকায় সন্ত্রাসী হামলা করেছে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কয়েকশত সন্ত্রাসী বাহিনী এতে নেতৃত্ব দেয়।
আজ শনিবার সকালে বিএনপির প্রার্থীর লিফলেট বিতরণে হামলার সময় বিসিবি এর কর্মচারী (হিসাব রক্ষণ) ফ্যাসিষ্ট দোষর বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হক পাপন’র বিশ্বস্ত জুয়েল সরকারের ফেষ্টুন নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে প্রায় ২৫-৩০ জনের মধ্যে ৭ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এনটিভি’র এক অনুসন্ধানী প্রতিবেদনে জুয়েল সরকারের সকল অপকর্ম ও টাকা নিয়ে আত্নগোপনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে, এসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।





